Saturday 15 May 2021

কাটোয়ার কলম, ৪৪ বর্ষ, ৩৯ সংখ্যা, ১৫ মে ২০২১





 

2 comments:

Unknown said...

গতকাল ১৪/৫/২০২১, দেশের বিজ্ঞানের ইতিহাসে একটি *ঐতিহাসিক দিন।* ব্রজ রায়ের('প্রয়াত' শব্দটির প্রয়োগ সম্পর্কে তাঁর আপত্তি ছিল) মরদেহ সরকারি ব্যবস্থাপনায় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল থেকে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেখানে রোগ নির্ণায়ক ময়না তদন্ত হবে। করোনায় মৃত মানুষের এই পরীক্ষা হবে। যা এশিয়া মহাদেশে প্রথম । তারপর দেহ সরকারি ব্যবস্থাপনায় সৎকার করা হবে। এই *ব্যবস্থার দাবী ব্রজদা* *দীর্ঘদিন করে* *এসেছেন।* আজ ব্রজদার দেহ দিয়েই এই মহাদেশে সম্ভবত প্রথম প্যাথলজিক্যাল অটোপসি হতে চলেছে। চিকিৎসা বিজ্ঞানে এক মাইল ফলক। রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের পূর্ণ সহযোগিতায় এই কাজ হতে চলেছে।-১৪/৫/২০২১'র এই ঐতিহাসিক ঘটনার খবর স্থান পেলো না ?
আগেও বোধহয় একদিন কিছু কথা লিখেছিলাম। কিন্তু তার ফল কি বুঝতে পারলাম না। ভালো থাকবেন সবাই, ভালো রাখতে সহায়তা করবেন ��

Anonymous said...

গতকাল ১৪/৫/২০২১, দেশের বিজ্ঞানের ইতিহাসে একটি *ঐতিহাসিক দিন।* ব্রজ রায়ের('প্রয়াত' শব্দটির প্রয়োগ সম্পর্কে তাঁর আপত্তি ছিল) মরদেহ সরকারি ব্যবস্থাপনায় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল থেকে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেখানে রোগ নির্ণায়ক ময়না তদন্ত হবে। করোনায় মৃত মানুষের এই পরীক্ষা হবে। যা এশিয়া মহাদেশে প্রথম । তারপর দেহ সরকারি ব্যবস্থাপনায় সৎকার করা হবে। এই *ব্যবস্থার দাবী ব্রজদা* *দীর্ঘদিন করে* *এসেছেন।* আজ ব্রজদার দেহ দিয়েই এই মহাদেশে সম্ভবত প্রথম প্যাথলজিক্যাল অটোপসি হতে চলেছে। চিকিৎসা বিজ্ঞানে এক মাইল ফলক। রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের পূর্ণ সহযোগিতায় এই কাজ হতে চলেছে।-১৪/৫/২০২১'র এই ঐতিহাসিক ঘটনার খবর স্থান পেলো না ?